Sunday, December 8, 2024
মূলপাতাঅন্যান্যনেত্রকোনায় করোনা সচেতনতায় ছাত্রলীগ

নেত্রকোনায় করোনা সচেতনতায় ছাত্রলীগ

লক ডাউন চলাকালেও মানুষের অবাধ চলাফেরায় করোনা নিয়ন্ত্রণে সচেতনতায় মাঠে নেমেছে জেলা ছাত্রলীগ। নব নির্বাচিত কমিটির নেত্রকোনা জেলা শাখার সভাপতি রবিউল আওয়াল শাওনের নেতৃত্বে মঙ্গলবার সন্ধ্যায় জেলা শহরে সচেতনতামুলক কার্যক্রম পরিচালিত হয়।

শহরের জয়নগর সার্কিট হাউজের সামনে থেকে শুরু করে মোক্তারপাড়া, নাগড়াসহ বিভিন্ন সড়কে সচেতনতা কার্যক্রম চালায় ছাত্রলীগের নেতৃবৃন্দ। এসময় মাইকে প্রচারণা সহ মাস্ক বিতরণ ও নানা অযুহাত দেখিয়ে বাইরে না বের হতেও অনুরোধ জানান সবাইকে।

বাংলাদেশ ছাত্রলীগের দিক-নির্দেশনায় করোনা মহামারী মোকাবেলায় জেলা ছাত্রলীগের এই উদ্যোগ বলে জানান শাওন। এসময় তিনি সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক পড়ে চলাচল করতে সকলের প্রতি আহবান জানান। পাশাপাশি যাদের মুখে মাস্ক নেই তাদের মাঝে মাস্ক বির্তরণ করেন।

যে সকল সচেতন নাগরিক মাস্ক পরিহিত ছিলেন তাদের কে সম্মান এবং শুভেচ্ছা জানাতে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে ফুল উপহার দিয়ে শুভেচ্ছা জানান সভাপতি। এসময় সকলেই যেনো সামাজিক দূরত্ব মেনে চলে সুস্থ এবং ভালো থাকার আহবান জানান।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments