Friday, October 11, 2024
মূলপাতাঅন্যান্যনেত্রকোনায় গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত ১৩ জন।

নেত্রকোনায় গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত ১৩ জন।

জেলা সদরে আটজন, কলমাকান্দায় তিনজন, বারহাট্টায় একজন ও মোহনগঞ্জে একজন শনাক্ত হয়েছে।
গত চব্বিশ ঘন্টায় ময়মনসিংহ ল্যাবে ৩৭ টি নমুনা পরীক্ষার মধ্যে একজন শনাক্ত।

জেলায় Gene-Xpert Covid-19 Test টেষ্ট করা হয়েছে ০৮ জনের এর মধ্যে তিনজন শনাক্ত।
জেলায় COVID-19 Rapid Antigen Test টেষ্ট করা হয়েছে ৩২ জনের মধ্যে নয়জন শনাক্ত।
সব মিলিয়ে নয়জন পুরুষ এ পাঁচজন নারী। গত ২৪ ঘন্টায় জেলা থেকে ৬২+১০= ৭২ টি নমুনা পাঠানো হয়েছে।

(ময়মনসিংহ মেডিকেল কলেজে স্যাম্পল দিয়েছেন-১০ জন) এ পর্যন্ত পরীক্ষাগারে মোট নমুনার সংখ্যা ১৭৮৮৬ টি। এ পর্যন্ত ১৭৫৪৫ টির রির্পোট পাওয়া গেছে।

জেলায় শনাক্তকৃত সর্বমোট ১৩১৫ জন। (৭.৫০%) গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ০৫ জন।( সদর উপজেলায়-২ ও কলমাকান্দা উপজেলায়-৩ জন)। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১১১৪ জন। (৮৪.৭১%) এ পর্যন্ত মৃত্যু- ২৫ জন। (১.৯০%)

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments