মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন গৃহহীন জমি ও গৃহদান প্রদান কার্যক্রম দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কর্মসূচি উদ্বোধন করেছেন।
এ সময় নেত্রকোনা জেলার ১০ উপজেলায় মোট ৯২৫ টি জমিসহ ঘর প্রদান কার্যক্রম দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন করা হয়। নেত্রকোনাসহ মোট চারটি জেলায় সংযুক্ত হয়েছেন প্রধানমন্ত্রী।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কাজি মো আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু।
এছাড়াও উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপ পরিচালক (ডিডি এলজি) জিয়া আহমেদ সুমন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মাহমুদ, (রাজস্ব) মো. মনির হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ সুহেল মাহমুদ, সিভিল সার্জন মো. সেলিম মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফখরুজ্জামান জুয়েল, পৌর মেয়র নজরুল ইসলাম খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক তফসির উদ্দিন খান, মুক্তিযোদ্ধা সদর কমান্ডার আইয়ুব আলীসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ ও উপকার ভোগী নারী পুরুষেরা।
এ রিপোর্ট লিখা পর্যন্ত অনুষ্ঠান চলছে