নেত্রকোনার মাঠে মাঠে চলছে আমন ধান কাটার মহোৎসব। আবহাওয়া অনুকুলে থাকায় আমনের বাম্পার ফলন হলেও নেই নবান্নের আমেজ। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে অনেকটাই দিশেহারা সাধারন কৃষকেরা। ডিজেলের দাম বৃদ্ধিতে আসছে বোরো মৌশুমে ধান আবাদ নিয়েও চরম দুশ্চিন্তায় দিন কাঠছে তাদের। এমতাবস্থায় ক্ষতি পুষিয়ে নিতে কৃষিতে বাড়তি প্রনোদনার দাবি কৃষকদের। এবছর নেত্রকোনায় ১ লাখ ৩০ হাজার ৬শ ৮০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষমাত্র নির্ধারিত থাকলেও আবাদ হয়েছে তার চেয়েও বেশি। আবহাওয়া অনুকুলে থাকায় বাম্পার ফলন হয়েছে। এরইমধ্যে সোনালী ফসল কাটতে শুরু করেছেন কৃষকরা। মাঠে মাঠে চলছে ধান কাটার মহোৎসব। ব্যস্ত সময় পাড় করছেন কৃষক কৃষাণীরা। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নেত্রকোনা সদরসহ জেলার পূর্বধলা,কেন্দুয়া, আটপাড়া, দূর্গাপুরে অল্প সময়েই ফসল ঘরে তুলছেন কৃষকরা।
একসময় বছরের এই সময়টাতে বাঙ্গালির ঘরে ঘরে চলতো নবান্ন উৎসব। কিন্ত দিনদিন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে অনেকটাই কোনঠাসা হয়ে পড়েছেন মধ্যবিত্তরা। কিছুতেই পুষিয়ে উঠতে পাড়ছে না কৃষকেরা। ফলে নেই নবান্ন উৎসবের সেই আমেজ। এরইমধ্যে ডিজেলের অস্বাভাবিক দাম বৃদ্ধিতে আসছে বোরো মৌশুমে ধান আবাদ নিয়েও অনেকটাই দুশ্চিন্তায় দিন কাঠছে তাদের। এমতাবস্থায় ক্ষতি পুষিয়ে নিতে কৃষিতে বাড়তি প্রনোদনার দাবি তুলছেন এখানকার কৃষকেরা। এবার লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে আমনের আবাদ হয়েছে। অনুকুল আবহাওয়ায় আমনের বাম্পার ফলন হয়েছে জানিয়েছেন জেলা কৃষি কর্মকর্তা মোবারক আলী। কৃষক বাঁচলেই, বাঁচবে কৃষি” ক্ষতি পুষিয়ে নিতে বোরো মৌশুমে কৃষকদের সহায়তায় বিশেষ প্রনোদনার ব্যবস্থা নিবে সরকার। এমনটাই প্রত্যাশা সবার।