নেত্রকোনায় অভ্যন্তরীণ বোরো সংগ্রহ ২০২১ অভিযানের আওতায় চাল ক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে নেত্রকোনা খাদ্য গুদামে চাল ক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান।
এসময় নির্বাহী কর্মকর্তা কর্মকর্তা মাসুদা আক্তারের সভাপতিত্বে ক্রয় কার্যক্রমে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক জাকারিয়া মুস্তফা, জেলা চালকল মালিক সমিতির সভাপতি এইচ আর খান পাঠান সাকি, জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক দিপক ধর গুপ্ত সহ খাদ্য বিভাগের কর্মকর্তারা।
জেলায় এবছর মিলারদের কাছ থেকে ৪০টাকা ধরে ৪৩ হাজার ৭শত ৩৮ মেট্রিক টন চাল ক্রয় করা হবে।