Sunday, October 13, 2024
মূলপাতাঅন্যান্যনেত্রকোনায় ছেলে হত্যার অভিযোগে বাবা আটক

নেত্রকোনায় ছেলে হত্যার অভিযোগে বাবা আটক

পারিবারিক কলহের জের ধরে আরাফাত নামের আট বছরের ছেলেকে হত্যার অভিযোগ উঠেছে পিতা এরশাদ মিয়ার বিরুদ্ধে। আজ শনিবার সকালে নেত্রকোনা সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের কান্দুলিয়া নামক স্থানে এ ঘটনায় এলাকাবাসী এরশাদকে ঘরে আটকে রাখে।

পরে নেত্রকোনা মডেল থানায় খবর দিলে পুলিশ তাকে আটক করে থানা হেফাজতে নিয়ে যায়।
সিংহের বাংলা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুর রহিম জানান, আরাফাত নামের ৮ বছরের শিশুকে পিটিয়ে হত্যা করেছে পিতা এরশাদ মিয়া।

তিনি বলেন এরশাদের বাড়ি সদর উপজেলার কাঞ্চনপুর গ্রামে। তিনি কান্দুলিয়া বিয়ে করেন।
তাদের দাম্পত্য জীবনে আট বছরের ছেলে সন্তান রেখেই পারিবারিক কলহের জের ধরে ইতিমধ্যেই স্ত্রীর সাথে ছাড়াছাড়ি হয়ে যায়।

সেই সুবাদে স্ত্রী ও সন্তান শ্বশুর বাড়ি কান্দুলিয়াতেই অবস্থান করে আসছিল। কিন্তু আজ আবার এরশাদ শ্বশুর বাড়ি এসে ছেলেকে হত্যা করে পালিয়ে যেতে চাইলে এলাকাবাসী টের পেয়ে অবরুদ্ধ করে ফেলে। পরে থানায় খবর দেয়।

এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার ওসি মো. তাজুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, গলাটিপে মেরেছে খবর পেয়ে আসামি ধরে থানায় রেখেছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments