নেত্রকোনার কেন্দুয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বল্লমের আঘাতে পিনিসা আক্তার (৪২) নামের এক নারী নিহত হয়েছেন। ঘটনাটি মঙ্গলবার সকালে জেলার কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের কাশিপুর চিথোলিয়া গ্রামে ঘটে। ওই নারী চিথোলিয়া গ্রামের পশ্চিম পাড়া এলাকার জানু মিয়ার স্ত্রী।
এ ঘটনায় সালেক ও রোমান নামে দুজনকে আটকের কথা স্বীকার করে কেন্দুয়া থানার ওসি কাজি শাহনেওয়াজ বলেন, লাশের সুরুতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য নেত্রকোন আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামীর দ্বিতীয় বিয়ের ঘটনায় পিনিসা গত প্রায় ১৫ বছর ধরে বাবার বাড়িতে থাকতেন। ওই বাবার বাড়িতেই পিনিসার এক খন্ড ভূমি নিয়ে প্রতিবেশী এরশাদ মিয়া ও সালেক গংদের বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ণ জমি নিয়ে মঙ্গলবার সকালে দিকে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে সংর্ঘষে লিপ্ত হয়। এসময় পিনিসা বল্লমের আঘাতে গুরুতর জখম হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এঘটনায় পরিবার ও স্বজনদের মাঝে চলছে শোকের মাতম। এসময় আরো দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।