দেশব্যাপী টিকাদান কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনায় সর্বপ্রথম টিকা নিয়ে কর্মসূচির উদ্বোধন করলেন স্থানীয় সংসদ সদস্য সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু। এসময় তিনি বলেন, সরকার বিনামূল্যে দিচ্ছে এসব টিকা। আপনারা কেউ ভয় পাবেন না। বিভ্রান্ত হবেন না। সকলকে সুস্থ রাখতেই প্রধানমন্ত্রী তৃণমূল পর্যন্ত বিনামূল্যে টিকা পৌঁছে দেয়ার উদ্যোগ নিয়েছেন। রবিবাব সকাল ১১ টায় নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে এই টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন করা হয়।
জনসাধারনের মাঝে ভয় দূর করতে উদ্বোধনী অনুষ্টানে টিকা নিয়েছেন নেত্রকোনা- ৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল, জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান, পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী, সিভিল সার্জন মো. সেলিম মিয়া, পিপি অ্যাডভোকেট ইফতেখার উদ্দিন মাসুদ, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মাজাহারুল ইসলাম, রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু, নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাক্তার এ এস এম মাহবুবুর রহমান, সাচিবের প্রেসিডেন্ট পলাশ মজুমদার, বিএমএর সম্পাদক ডাক্তার আহনাসুল কবীর রিয়াদ ও সিভিল সার্জন অফিসের মজিবুর রজমান টিকা গ্রহণ করেছেন।
এর আগে টিকাদান কর্মসূচি উপলক্ষে ইপিআই ভবনে অনাড়ম্বর পরিবেশে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে সিভিল সার্জন অফিস। এতে জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমানের সভাপতিত্বে পপ্রান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু।
এসময় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, নেত্রকোনা ১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার, নেত্রকোনা ৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল, পুলিশ সুপার আকবর আলী মুন্সী, সিভিল সার্জন সেলিম মিঞা সহ আরো অনেকেই। প্রথম ধাপে জেলায় ৭২ হাজার ডোজ টিকা ৩৬ হাজার জনকে দেয়া হবে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ। প্রথম দিনে জেলায় ১০০৭ জনের রেজিষ্ট্রেশন সম্পন্ন হয়েছে।