নেত্রকোনার পুর্বধলায় ট্রাক মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে হাবুল ফকির (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
গুরুতর আহত হয়েছেন রুকন উদ্দিন (৩৫) নামের অপর একজন আরোহী।
বুধবার রাত সাড়ে দশটার দিকে পুর্বধলা উপজেলার শ্যামগঞ্জ জারিয়া (কুমোদগঞ্জ) মোড়ে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে।
এ সময় মোটরসাইকেলে থাকা দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
তাদের মধ্যে একজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
নিহত হাবুল ফকির ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার রামপুর ইউনিয়নের রাজধারীকেল গ্রামের মৃত আ. সাত্তারের ছেলে৷ আহত রুকন উদ্দিন একই এলাকার।
পুলিশ জানায়, মোটরসাইকেল যোগে দুর্গাপুর থেকে ময়মনসিংহ সড়কের দিকে যাচ্ছিলেন দুজন। তাদের মধ্যে হাবুল মোটরসাইকেল চালাচ্ছিলেন।
মোটরসাইকেলটি পুর্বধলা উপজেলার শ্যামগঞ্জ জারিয়া (কুমুদগঞ্জ) মোড় এলাকায় পৌঁছতেই দুর্গাপুর গামী দ্রুত গতির একটি ট্রাক মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী দুজনই গুরুতর আহত হন। তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে মোটরসাইকেল চালক হাবুল ফকিরকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
এ ঘটনায় ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে বলে নিশ্চিত করেছেন শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (নিরস্ত্র) মো. ফেরদৌস আলম।