নেত্রকোনার কলমাকান্দায় ঢলের পানিতে ডুবে রবিউল ইসলাম নামের আঠারো মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে জেলার কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের কালিহালা গ্রামে এ ঘটনাটি ঘটে। শিশুটি ওই গ্রামের হৃদয় মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিনের টানা বর্ষণে বাড়ির সামে ঢলের পানি জমে সকল জমি ভরে গেছে। শনিবার দুপুরে বাড়ির মানুষ কাজ করার সময় সকলের অজান্তে শিশুটি খেলতে গিয়ে ঢলের পানিতে পড়ে যায়। এসময় পানিতে ডুবে থাকলেও অন্যরা খেয়াল না করায় শিশুটি মারা যায়।
কিছুক্ষন পর শিশুকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। হঠাৎ বাড়ির সামনেই ঢলের পানিতে ডুবে থাকা জমিতে শিশুটিকে পেয়ে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার ইকরামুল হক শিশুটিকে মৃত ঘোষণা করেন।