নেত্রকোনায় কংশ নদীতে মাছ ধরতে গিয়ে মাসুদ মিয়া (২২) নামে নিখোঁজ হওয়া যুবকের লাশ উদ্ধার করতে পারেনি ডুবুরি দল। শুক্রবার সকাল থেকে বিকাল তিনটা পর্যন্ত নেত্রকোনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও কিশোরগঞ্জের ডুবুরি দল নিয়ে উদ্ধার অভিযান চালায়। নিখোঁজ যুবক নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের বেতাটি গ্রামের দুদু মিয়ার ছেলে।
খবর পেয়ে শুক্রবার সকাল থেকে বেতাটি গ্রামের কংশ নদীতে উদ্ধার তৎপরতা চালিয়ে লাশের হদিস না পেয়ে বিকাল তিনটায় বন্ধ করে দেয় ফায়ার সার্ভিস। এর আগে গত বুধবার সকালে মাছ ধরতে গিয়ে কংশ নদীতে মাসুদ নিখোঁজ হলে বৃহস্পতিবার রাতে ফায়ার সার্ভিসে খবর দেয়। নেত্রকোনা ফায়ার সার্ভিস কর্মীরা কিশোরগঞ্জ থেকে ডুবুরি দল এনে সকাল থেকে অভিযান চালায়।
নেত্রকোনা ফায়ার স্টেশনের উপ সহকারী পরিচালক মো. মাহবুবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, বিজ্ঞানের ভাষায় একটি লাশ ২৪ ঘন্টা থাকে পানির নীচে। কিন্তু এর বেশি সময় হলে ভেসে যেতে পারে। যেহেতু নদীতে স্রোত এবং ভাঙ্গন দুটোই রয়েছে তাই ঘটনাস্থলে পাওয়া যায়নি।