নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কাঞ্চনপুর গ্রামে নিজ ঘর থেকে সাহানা আক্তার (৩০) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী লালন ফকিরকে আটক করেছে পুলিশ।
বুধবার সকালে খবর পেয়ে কলমাকান্দা থানার পুলিশ লালন মিয়ার বাড়ির বসত ঘর থেকে লাশটি উদ্ধার করে।
এ ঘটনায় সাহানার বাবা সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার মধ্যনগর গ্রামের ফুল মিয়া পুলিশের কাছে অভিযোগ করেন তার মেয়েকে হত্যা করা হয়েছে।
পুলিশ জানায়, মধ্যনগর থেকে খবর পেয়ে লালনের নিজ বাড়ির মেঝেতে পড়ে থাকা লাশ উদ্ধার করে নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে। পুলিশ আরো জানায়, গত প্রায় ১২ বছর পূর্বে কলমাকান্দার কাঞ্চনপুর গ্রামের মৃত রাহিম মিয়ার ছেলে লালনের সাথে সুনামগঞ্জ জেলার মধ্য নগরের ফুল মিয়ার মেয়ে সাহানার বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে ৯ বছরের একটি মেয়ে ৭ বছরের একটি ও আড়াই বছরের আরেকটি শিশু সন্তান রয়েছে। এছাড়াও সাহানা কয়েকমাসের অন্তঃস্বত্তা ছিলেন বলে জানা গেছে।
এদিকে লালনের মা ভাইরা সব ঢাকায় গার্মেন্টসে বিভিন্ন স্থানে চাকরি করায় লালন একাই বাড়িতে স্ত্রী সন্তান নিয়ে থাকতেন। এ ব্যাপারে পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী বলেন, ঘটনাটি পুলিশ গুরুত্বের সাথে দেখছে। স্বামীকে আটকও করা হয়েছে। ময়নাতদন্ত ছাড়া বলা যাচ্ছে না কিভাবে মৃত্যু হয়েছে।