পৌরবাসীকে পরিছন্ন নগরী উপহার দিতে এই প্রথম ভ্রাম্যমাণ ডাস্টবিন স্থাপনের উদ্যোগ নিয়েছে নেত্রকোনা পৌর কর্তিপক্ষ।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় নেত্রকোনা পৌরসভার উদ্যোগে জেলা শহরের মগড়া নদীর পাড়ে ব্রিজের সাথে জয়ের বাজারের মোড়ে পরিছন্ন নেত্রকোনা বিনির্মাণ কাযর্যক্র কর্মসূচির আওতায় ডাস্টবিন স্থাপন কার্যক্রমের আয়োজন করে।
আয়েজিত অনুষ্ঠানে পৌর মেয়র নজরুল ইসলাম খানের সভাপতিত্বে জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান ও পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী নদী সংলগ্ন বাজারের সকল ময়লা নদীতে না ফেলতে বাজারের ব্যবসায়ীদের প্রতি আহবান জানিয়ে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
এসময় শহরের গুরুত্বপূর্ন মোড়ে এবং বাজারের ভেতরে বজ্য ফেলার জন্য প্রাথমিকভাবে মোট ৫০ টি প্লাস্টিকের ডাস্টবিন স্থাপন করা হয়।
পর্যায়ক্রমে পুরো শহরের সকল বাজারগুলোতে এই ভ্রাম্যমাণ ডাস্টবিন দেয়া হবে বলে কতৃপর্ক্ষ জানিয়েছে।
সেই সাথে সকল নাগরিককে তারা আহবান করেন পরিবেশ সুন্দর রাখতে নদীতে বা অন্য কোথাও না ফেলে ময়লা আবর্জনা ডাস্টবিনে ফেলতে।