নেত্রকোনায় পালিত হয়েছে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে রবিবার দিনব্যাপী কর্মসূচীর মধ্যে ছিলো জেলা প্রশাসনের উদ্যোগে ভার্চ্যুয়াল মাধ্যমে আলোচনা সভা এবং অসহায় নারী দেরকে সেলাই মেশিন প্রদান।
সভায় জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য সমাজকল্যাণ বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু।
এছাড়াও সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মাহমুদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের এমপি হাবিবা রহমান শেফালী, পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী, পৌর মেয়র মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান, স্বাবলম্বীর নির্বাহী পরিচালক বেগম রোকেয়া, জেলা মহিলা লীগের সভাপতি কামরুন্নেসা আশরাফ দীনা, আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মাজাহারুল ইসলাম, রেড ক্রিসেন্ট সোসাইটির সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু, মহিলা পরিষদের তাহেজা বেগম, জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সম্পাদক সাংবাদিক আলপনা বেগম, মহিলা সংস্থার সৈয়দা মামছুন্নাহার বিউটি, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক নাজনীন সুলতানা প্রমুখ।
পরে মহিলা অধিদপ্তরের আয়োজনে ৭০ জন অসহায় নারীকে পর্যায়ক্রমে সেলাই মেশিন প্রদান করা হয়। এদিকে ভার্চ্যুয়াল সভায় বিভিন্ন সরকারী বেসরকারী কর্মকর্তা ছাড়াও সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দরা অংশ নেন।