Sunday, March 3, 2024
মূলপাতানেত্রকোনার সংবাদনেত্রকোনায় পুলিশের সিসিটিভি নজরদারিতে জেলা শহর

নেত্রকোনায় পুলিশের সিসিটিভি নজরদারিতে জেলা শহর

সোহান আহমেদ :
আইন শৃঙ্খলা রক্ষায় নেত্রকোনা পৌর শহরকে সিসি ক্যামেরার আওতায় এনেছে জেলা পুলিশ। দু-বছর আগেই শহরের ৬৫টি স্থানে সিসিটিভি স্থাপন হলেও সেগুলো অচল হয়ে পরে। নবাগত পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদের উদ্যোগে আবারো সেগুলো সচল করে মনিটরিং সেল গঠন করা হয়েছে। সোমবার বিকেল ৫টায় সিসি টিভি সেলটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য।

এ সময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, যশোর পুলিশ সুপার নেত্রকোনার কৃতি সন্তান প্রলয় কুমার জোয়ারদার, পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, মুক্তিয়োদ্ধা ইউনিট কমান্ডার নূরুল আমিন, পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দসহ জেলা পুলিশের উধৃত্বন কর্মকর্তারা। উদ্বোধনী শেষে মনিটরিং সেল পরিদর্শন করেন প্রধান অতিথিসহ অন্যন্যরা। এতে করে জেলা শহরের যানজট নিরশন, ইভটিজিং, চুরি ছিনতাই বন্ধসহ প্রাকাশ্য অপরাধ অনেকটাই কমে আসবে মনে করছেন স্থানীয়রা।

পরে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্টনিক মিয়ার সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় চলমান দূর্গাপূজার সার্বিক পরিস্থিতি ও আইন শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন বিষয় নিয়ে প্রধান অতিথির বক্তব্য শেষে জেলা শহরসহ কেন্দুয়া উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য। এ সময় নেত্রকোনা জেলায় পুলিশি সেবার আধুনিকায়ন, প্রযুক্তিগত দক্ষতা ও সফলতার নানা উদ্যোগকে সাদুবাদ জানিয়ে প্রতিটি থানা ও হাজতে সিসি টিভি স্থাপনের পরামর্শ দেন প্রধান অতিথি।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments