নেত্রকোনায় ঐতিহাসিক ৭ মার্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে পুলিশ বিভাগ।
জেলা প্রশাসন আয়োজিত শহরের মোক্তারপাড়া মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতি নির্মাণ করা হয়।
সেখানে একে একে সর্বস্তরের জনতা ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
রবিবার সকালে শহরের মোক্তারপাড়া মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী।
এসময় সাথে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো ফখরুজ্জামান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এ কে এম মনিরুল ইসলাম, (সদর সার্কেল) মোরশেদা খাতুন, মডেল থানার ওসি তাজুল খানসহ পুলিশ প্রশাসনের উর্ধতনরা।
পরে পৌর মেয়র নজরুল ইসলাম খানের নেতৃত্বে সকল কাউন্সিলরবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের নেতৃবৃন্দ। জেলা রোভার স্কাউট ও রেড ক্রিসেন্ট সোসাইটির ভলান্টিয়ার দের সহযোগিতা এছাড়াও জেলার রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সকল সংগঠন ও সরকারি বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠান অন্যান্য দপ্তরসহ সকলেই ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।