বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব নেত্রকোনার কৃতি সন্তান প্রদীপ রঞ্জন চক্রবর্তীকে নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার বিকেলে নেত্রকোনা পৌরসভার পক্ষ থেকে এ সংবর্ধনা দেয়া হয়।
পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম খানের সভাপতিত্বে নাগরিক সংবর্ধনা বক্তব্য রাখেন, পুলিশ সুপার আকবর আলী মুন্সী, বীর মুক্তিযোদ্ধা নূরুল আমিন, আব্দুর রহিম, আয়ুব আলী মোজাম্মেল হক বাচ্চু, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম, অধ্যাপক গোলাম রসুল তালুকদারসহ আরো অনেকেই। এ সময় সকল বক্তারাই নেত্রকোনা পৌরসভা সহ জেলার উন্নয়নে বিভিন্ন প্রকল্প কার্যক্রম হাতে নিয়ে তা বাস্তবায়নের কথা উল্লেখ করেন।
সব শেষে প্রধান অতিথি পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী নিজ জেলার উন্নয়নে নানা প্রতিশ্রুতির পাশাপাশি প্রকল্প প্রণয়নে নানা দিক তুলে ধরে আগামী দিনে নেত্রকোনার সকল উন্নয়ন কার্যক্রমের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এর আগে প্রধান অতিথিকে নাগরিক সংবর্ধনায় ফুল দিয়ে শুভেচ্ছা জানান নেত্রকোনা পৌরসভার প্যানেল মেয়র এস এম মহসিন আলম। এছাড়াও প্রধান অতিথিকে নাগরিক সংবর্ধনার ক্রেস্ট তুলে দেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন, সচিব পত্নী মুনমুন চক্রবর্তী ও পৌরসভার মেয়র পত্নি জাকিয়া আক্তার।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেন পৌর কর্তৃপক্ষ। এতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন নেত্রকোনা উদীচী শিল্পীগোষ্ঠীর শিল্পীরা।