লকডাউন পরিস্থিতিতে নেত্রকোনায় পরিবহন বন্ধ থাকায় কর্মহীন মটরযান শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া উপহার পৌঁছে দেয়া হয়েছে। আজ সোমবার বেলা ১১ টায় নেত্রকোনা আধুনিক স্টেডিয়াম মাঠে জেলা মটরযান ইউনিয়নের কর্মরত ৫শত ৫০ জন শ্রমিকের হাতে এই উপহার সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান।
জেলা প্রশাসনের উদ্যোগে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় লকডাউনে কর্মবিহীন এসকল শ্রমিকদের মাঝে চাল, ডাল, তেল সামগ্রী ভর্তি প্যাকেট বিতরণ করা হয়।
চলমান সঙ্কটে প্রধানমন্ত্রীর দেয়া উপহার হাতে পেয়ে খুশি শ্রমিকরাও। তারা অঙ্গীকার করেছেন আগামী সপ্তাহ থেকে স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চলাচল করবেন।
এ সময় বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপ পরিচালক জিয়া আহমেদ সুমন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল্লাহ আল মাহমুদ, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাসুদা আক্তারসহ জেলা প্রশাসনের উচ্চ পদস্থ সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।