নেত্রকোনায় পৌর শহরের বয়স্ক, প্রতিবন্ধীসহ বিভিন্ন শ্রেণীর হতদরিদ্র নারী-পুরুষদের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে পৌরসভার উদ্যোগে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের সহযোগিতায় নেত্রকোনা আধুনিক ইন্ডোর স্টেডিয়াম মাঠে প্রায় দুই হাজার হতদরিদ্রের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।
এ সময় অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র নজরুল ইসলাম খান। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন পৌর পরিষদের প্যানেল মেয়র এস এম মহসীন আলমসহ বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর বৃন্দ।
করোনা পরিস্থিতিতে পবিত্র রমজানে প্রধানমন্ত্রীর দেয়া বিশেষ উপহার হাতে পেয়ে খুশি হতদরিদ্ররা। গেল এক সপ্তাহ ধরেই পৌরসভার উদ্যোগে ৯টি ওয়ার্ডের বিভিন্ন স্থানে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার নগদ অর্থ বিতরণ করা হচ্ছে।