Tuesday, April 16, 2024
মূলপাতানেত্রকোনার সংবাদনেত্রকোনা সদর উপজেলানেত্রকোনায় প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা প্রদান অব্যাহত

নেত্রকোনায় প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা প্রদান অব্যাহত

নেত্রকোনায় করোনা সংক্রমণ কমিয়ে রাখতে জেলা প্রশাসন অব্যাহত রেখেছে প্রধানমন্ত্রীর দেয়া উপহার খাদ্য সামগ্রী বিতরণ নিন্ম আয়ের মানুষেরা যাতে বাইরে কম চলাচল করেন সে কারণেই বিভিন্ন গোষ্ঠীকে দিয়ে যাচ্ছে খাদ্য সামগ্রী।

এরই ধারাবাহিকতায় সোমবার বিকেল ৫ টায় শহরের মোক্তারপাড়া আদর্শ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এ সহায়তা প্রদান করা হয়। জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। এসময় শহরের রন্ধনশিল্পী, জুয়েলারি শিল্পী, দোকান কর্মচারী মোট ৯৭৫ জনের মাঝে খাদ্য সহায়তা তুলে দেয়া হয়।

খাদ্য সামগ্রী বিতরণ করবার আগে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তারের সভাপতিত্বে করোনাকালে নিয়ম নীতি মেনে চলতে নিন্ম আয়ের মানুষদের প্রতি আহবান রেখে বক্তব্য দেন প্রশাসনের উর্ধতন কর্মকর্তাগন।

তাদের আগামী দিনে লক ডাউন শিথিল করলেও স্বাস্থ্য বিধি মেনে চলাচল করতে আহবান জানিয়ে বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপ সচিব (ডিডিএলজি) জিয়া আহমেদ সুমন, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফখরুজ্জামান জুয়েল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মাহমুদ, এডিএম মোহাম্মদ সুহেল মাহমুদসহ অন্যরা। এছাড়াও চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ এবং জুয়েলারি সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

তাদের তালিকা অনুযায়ীই ৯৭৫ জনকে এই উপহার তুলে দেয়া হয়েছে। পরে স্কুলের দুই পাশে দুই গ্রুপের মাঝে ভাগে ভাগে এসকল খাদ্য সামগ্রী তুলে দেন তারা। এদিকে খাদ্য সহায়তার খবরে মানুষ হুমরি খেয়ে পড়ে। সুনিদিষ্ট সহায়তা গ্রহণকারী ছাড়াও বিভিন্ন এলাকায় ঘুরে ত্রাণ গ্রহণকারীরাও ভিড় করেন স্কুলের ভেতরসহ গেইট পর্যন্ত।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments