Saturday, September 14, 2024
মূলপাতানেত্রকোনার সংবাদনেত্রকোনা সদর উপজেলানেত্রকোনায় এই প্রথম বিদ্যালয় প্রাঙ্গনে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন

নেত্রকোনায় এই প্রথম বিদ্যালয় প্রাঙ্গনে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন

সোহান আহমেদ:
এই প্রথম নেত্রকোনার কোন বিদ্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঐতিহ্যবাহী দত্ত উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন করা হয়েছে। রবিবার দুপুরে বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু ম্যুরাল এর শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি।

উদ্বোধনী শেষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমান, পুলিশ সুপার আকবর আলী মুনসী, পৌর মেয়র নজরুল ইসলাম খানসহ অতিথিবৃন্দরা। পরে বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কামরুন্নেসা আশরাফ দীনার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ম্যুরাল স্থাপনের উদ্বোধক অথিতি বীর মুক্তিযোদ্ধা সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু। এছাড়াও বক্তব্য রাখেন, জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান, পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী, পৌর মেয়র নজরুল ইসলাম খান, স্কুলের প্রধান শিক্ষক এবি. এম. শাহজাহান কবীর সাজুসহ অন্যান্যরা। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দসহ আওয়ায়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় ম্যুরাল উদ্বোধক প্রতিমন্ত্রী বলেছেন, বঙ্গবন্ধুকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হলে প্রতিটি শিক্ষা প্রতিষ্টানে এভাবে ম্যুরাল স্থাপন করে সংক্ষিপ্ত ইতিহাস লিখে রাখতে হবে। যাতে এক নজরে শিশু কিশোররা বঙ্গবন্ধুকে জানতে পারে।

স্কুলের প্রধান শিক্ষক এবিএম শাহজাহান কবীর সাজু জানান, পুরনো এই ঐতিহাসিক বিদ্যালয়টিতে দেশের গুরুত্বপূর্ন পদে অবস্থান করা ব্যাক্তিবর্গরা পড়াশোনা কেেরছন। তাদের মধ্যে সরকারের বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তা কর্মচারীসহ কবি সাহিত্যিক ও সাংবাদিক রয়েছেন। তার মধ্যে আধুনিক বাংলা কবিদের অন্যতম হেলাল হাফিজের মতো দেশ বরেণ্য কবি, বিশিষ্ট রবীন্দ্র গবেষক ও শান্তি নিকেতনের শিক্ষক শৈলজা রঞ্জন মজুমদার, প্রধান মন্ত্রীর প্রাক্তন মুখ্য সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী, সাবেক মৎস্য সচিব উজ্জল বিকাশ দত্ত, প্রাক্তন আইজিপি হাসান মাহমুদ খন্দকার, ময়মনসিংহ কমিউিনিটি বেজড মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা ডা. মোফাখখারুল ইসলাম ভূইয়া, ভাষা সৈনিক অধ্যক্ষ্য ফুলে হোসেন সহ অনেক গুণীজন দত্ত উচ্চ বিদ্যালয় থেকে বেরিয়ে গেছেন।

এই বিদ্যালয়েই ১৯৩৯ সালে শান্তি নিকেতনের বাইরে প্রথম রবীন্দ্রনাথের জন্মদিন উদযাপন করেন শৈলজা রঞ্জন মজুমদার।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments