নেত্রকোনার পুর্বধলায় বজ্রপাতে মোকশেদ আলী (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যার সময় উপজেলার শিমুলকান্দি গ্রামে নিজ জমির পাশ হইতে গরু আনতে গেলে বজ্রপাতে আহত হন। পরে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি ওই গ্রামের মনফর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, খলিশাউরা ইউনিয়নের শিমুলকান্দি গ্রামের কৃষক মোকশেদ আলী বাড়ির পাশে ফসলি জমিতে কাজ করছিলেন।
পরে বৃষ্টির সময় জমির পাশে থাকা গরুকে বাড়ি নিয়ে আসার পথে বজ্রপাত পড়ে। এসময় আহত হয়ে লুটিয়ে পড়েন। খবর পেয়ে বাড়ির লোকজন উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।