ছুটিতে বাড়ি আসা আলমগীর হোসেন নামের এক বর্ডার গার্ড (বিজিবি) সদস্য হাওরে নিজজমির ধান ও খড় শুকাতে গিয়ে বজ্রপাতে মারা গেছেন। আজ বুধবার (২৮ এপ্রিল) সকালে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বাড়লা গ্রামে বাড়ির সামনের হাওরে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত আলমগীর হোসেন বাড়লা গ্রামের ইসহাক মিয়ার ছেলে। নিহতের চাচাতো ভাই ইকবাল কবীর জানান, আলমগীর হোসেন বর্ডার গার্ডে চাকুরী করতেন। কয়েকদিন আগে ছুটি পেয়ে বাড়িতে আসেন। আজ বুধবার সকাল বেলায় বাড়ির সামনের হাওড়ে ধান ও ধানের খড় শুকানোর সময় বজ্রপাতের শিকার হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশংকাজনক হাওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।