সোহান আহমেদ:
দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন দুই যুগে পদার্পণ উপলক্ষে নেত্রকোনায় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় নেত্রকোনা জেলা প্রেসক্লাবের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোখলেছুর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কাজি মোঃ আব্দুর রহমান।
বাংলাদেশ প্রতিদিন পত্রিকার নেত্রকোনা প্রতিনিধি সাংবাদিক আলপনা বেগম এর সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, নেত্রকোনা পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার ফকরুজ্জামান জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার, জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আউয়াল শাওন ও সাধারণ সম্পাদক সোবায়েল আহমেদ খান সহ আরো অনেকেই।
এসময় বক্তারা বাংলাদেশ প্রতিদিনের সমৃদ্ধি ও নেত্রকোনা প্রতিনিধি আলপনা বেগমের সফলতা কামনা করেন।
পরে দুই যুগে পদার্পণ উপলক্ষে কেক কাটেন পৌর মেয়র নজরুল ইসলাম খান সহ অতিথিবৃন্দরা।