বাল্যবিয়ে প্রতিরোধে নেত্রকোনায় এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে নেত্রকোনা জেলা ব্র্যাক অফিসের আয়োজনে সদর উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তারের সভাপতিত্বে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক এ সমন্বয় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক তফসির উদ্দিন খান, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক, ব্রাক সমন্বয়ক প্রবাল সাহাসহ অনেকেই।
এতে উপজেলা প্রশাসনে কর্মরত সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগন অংশগ্রহণ করেন।
সভায় বাল্যবিয়ে প্রতিরোধে প্রশাসনের সাথে সমন্বয় বৃদ্ধি, চ্যালেঞ্জসমূহ ও ভবিষ্যৎ কর্মকৌশল বাস্তবায়নে কার্যকরী উদ্যোগ বিষয়ক আলোচনা করেন বক্তারা।
সভায় সদর উপজেলার ১২ টি ইউনিয়নের উপস্থিত চেয়ারম্যানদের এ ব্যাপারে সজাগ দৃষ্টি রেখে এক এলাকার কাজি অন্য এলাকায় যাতে না নেওয়া হয় সেই বিষয়টির প্রতি সকলকে আন্তরিক হয়ে কাজ করবার জন্য পরামর্শ দেন ইউএনও। এছাড়াও কারো বয়স বাড়ানোর বিষয়টিতেও নজর দিতে আহবান জানান।