সোহান আহমেদ কাকন,
নির্বাচনী পরিবেশ সৃষ্টির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নেত্রকোনা সদর পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল মামুন খান রনি। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রেসক্লাব হলরুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অভিযোগ করেন বিএনপির প্রার্থী।
এ সময় তিনি লিখিত বক্তব্যে জানান, প্রচারণায় বাধা, কর্মীদের হুমকি-ধমকি, বিভিন্ন স্থানে পোস্টার ছিঁড়ে ফেলা ও মামলার হয়রানির ফলে তেমনভাবে প্রচারণা চালাতে পারছেন না। তাই সামনের দিনগুলোতে নির্বাচনের পরিবেশ ও নির্বিঘেœ ভোট দানের ব্যবস্থা নিতে জেলা নির্বাচন অফিসার বরাবর আবেদন করবেন তারা। সেইসাথে সাংবাদিকদের নির্বাচনী পরিবেশ সৃষ্টিতে ভূমিকা রাখার দাবি জানান তিনি।
এ সময় বিএনপির প্রার্থীর আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল ওয়াহাব ভুঁইয়া, কৃষকদল নেতা সালাউদ্দিন মিল্কি, যুবদল নেতা মোস্তফা মাসুদ, তাঁতী দল নেতা আব্দুল আজিজ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। এসময় সংবাদ সম্মেলনে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।