Sunday, October 13, 2024
মূলপাতাঅন্যান্যনেত্রকোনায় বিএনসিসির সচেতনতা র‍্যালী

নেত্রকোনায় বিএনসিসির সচেতনতা র‍্যালী

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ বার্ষিকী উদযাপন উপলক্ষে নেত্রকোনায় করোনা ও ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালী, মাস্ক ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১ টায় শহরের মোক্তারপাড়া আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) জেলা শাখা এই আয়োজন করেছে।

ঢাকার রমনা রেজিমেন্ট এ্যাডজুটেন্ট মেজর মো. কাওসার জাহান আকন্দের ব্যাবস্থাপনায় আয়োজনে শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজি আবদুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আঞ্জুমান স্কুলের প্রধান শিক্ষক আকলিমা খাতুন।

শীতবস্ত্র বিতরণ ও করোনা প্রতিরোধী মাস্ক বিতরণ শেষে শহরে একটি সুসজ্জিত র‍্যালী বের হয়।
র‍্যালীটি স্কুল মাঠ থেকে বের হয়ে মোক্তারপাড়া হয়ে শহর প্রদক্ষিণ করে পুনরায় আঞ্জুমান স্কুলে গিয়ে শেষ হয়।

র‍্যালীতে জেলা বিএনসিসির সদস্যরা ছাড়াও স্কুলের শিক্ষকরা অংশ নেন। এর আগে অনুষ্ঠানে কুচকাওয়াজ প্রদর্শন করা হয়। পরে প্রধান অতিথি জেলা প্রশাসক কাজি আবদুর রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন আয়োজকরা।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments