নেত্রকোনার কলমাকান্দায় বৈদ্যুতিক বাল্ব পাল্টাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৎস্য ঘের মালিক পঞ্চাশোর্ধ্ব মো. সুলতান নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে।
রবিবার (২৭ জুন) বিকালে উপজেলার রংছাতি ইউনিয়নের সীমান্তবর্তী বাঘবেড় নামক এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে তিনি মৎস্য ঘেরের মালিক কাপড় ব্যবসায়ী সুলতান নিজ খামারে একটা বৈদ্যুতিক বালব পাল্টাচ্ছিলেন। এসময় তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পড়ে যান।
পরে স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার আফরোজা আক্তার সাবা মৃত ঘোষণা করেন।