নেত্রকোনায় টিনের চালে পেয়ারা পাড়তে ওঠে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আকাশ চক্রবর্তী (২১) নামের যুবকের মৃত্যু হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে আহত মামা প্রশান্ত চক্রবর্তীকে (৩৫) ময়মনসিংহ পাঠানো হয়েছে। আজ রবিবার দুপুরে শহরের জয়নগর এলাকায় এই ঘটনা ঘটে।
আকাশ জেলার বারহাট্টা উপজেলার ফকিরের বাজার সংলগ্ন পাঁচ কাহনিয়া গ্রামের গোবিন্দ চক্রবর্তীর বড় ছেলে। নেত্রকোনা আবু আব্বাস কলেজে এইচ এস সি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলো আকাশ। নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আকাশ নেত্রকোনায় পড়ার সুবাদে মামা প্রশান্তদের বাড়িতেই থাকতেন। পরবর্তীতে করোনার জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বাড়িতে যায়।
আজ রবিবার সকালে মামা বাড়ি আসলে দুপুরে ঘরের চালে ওঠেন গাছ থেকে পেয়ারা পাড়তে।
এসময় ঘরের উপর দিয়ে প্রবাহিত টিনের চাল বিদ্যুৎতায়িত হয়ে থাকায় সেও বিদ্যুৎতায়িত হয়।
পরে চিৎকার করলে মামা প্রশান্ত ওঠেন তাকে বাঁচাতে।
বাড়ির লোকজন দুজনকেই উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে আকাশকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় মামা প্রশান্তকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।