Saturday, September 14, 2024
মূলপাতানেত্রকোনার সংবাদনেত্রকোনা সদর উপজেলানেত্রকোনায় বিনা টাকায় পুলিশে চাকরি পেল ৪৭ জন

নেত্রকোনায় বিনা টাকায় পুলিশে চাকরি পেল ৪৭ জন

সোহান আহমেদ:
ভোর রাত তিনটা। কুয়াশা ঢাকা নেত্রকোনা শহরের কুড়পার পুলিশ লাইন্সের মাঠ যেনো পরিণত হয় এক মিলন মেলায়। কেউ কেউ চিৎকার করছেন। কেউ বা তার স্বজনদের কাছে ফোন দিয়ে বলছেন হয়ে গেছি। এমন দৃশ্যে কুয়াশাছন্ন পরিবেশ হয়ে ওঠে অন্যরকম অনুভূতির। কোন রকমের ঘুষ এবং তদবির ছাড়াই এবার নেত্রকোনায় পুলিশের কনস্টেবল নিয়োগে চাকরি পেয়ে খুশিতে কান্নায় ভেঙে পড়েন অভিভাবকরাও।

এমনই এক দৃশ্যের অবতারনা হয় সোমবার রাত তিন টার দিকে নেত্রকোনা কুড়পার পুলিশ লাইন্সে। ঠিক ঘড়ির কাটায় তিনটা বাজে। তাবুর নীচ থেকে ভেসে আসে সজিব মিয়ার নাম। সাথে সাথেই এমন এক অন্যরকম চিৎকার কানে ভেসে আসে সবার। নেত্রকোনা পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী নাম গুলো একের পর এক ঘোষণা করে যাচ্ছেন। একে একে ৪৭ জনের নাম ঘোষণা করেন তিনি। এরমধ্যে সাতজন নারী এবং ৪০ জন পুরুষ। সাথে ছিলেন ময়মনসিংহের

অতিরিক্ত পুলিশ সুপার ফজলে রাব্বি ও শেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু বকর সিদ্দিক। পুলিশ সুপার জানান, জেলায় ১৮৮০ টি আবেদন পড়ে পুলিশ কনস্টেবল পদে। সেখান থেকে যাচাই বাছাই শেষে ৪৫০ জন লিখিত পরীক্ষায় অংশ নেন। এদের মধ্যে সর্বশেষ মৌখিক পরীক্ষায় অংশ নিয়েছে ১৪৯ জন। তাদের মধ্যে মোট

৪৭ জন নিয়োগ পেয়েছেন। পুলিশ সুপার আকবর আলী মুনসী বলেন, তিনি এমন একটি স্বচ্ছ নিয়োগে থেকে মেধা ও যোগ্যতার ভিত্তিতে বাছাই করতে পেরে নিজেও অনেক গর্বিত মনে করেন। বলেন আমরা জনগণের সেবক। আজ যারা নিজেদের যোগ্যতায় পুলিশে এসেছে আজ থেকেই তারাও শপথ নিতে হবে জনগণের কল্যাণে নিজেকে নিয়োজিত করার। দিন মজুর ইনছান মিয়াকে ছেলেকে দাঁড় করিয়েছিলেন পুলিশে। এভাবে তার ছেলের চকরি হয়ে যাবে তিনি নিজেও ভাবেননি কখনো। খুশিতে যেনো গড়িয়ে পড়ছিলো তার চোখের পানি। চাকরি পেয়ে কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের ফারজানা আক্তার বলেন শুধু বাবা মাই নয় দেশের মুখ উজ্জ্বল করতে নিজেকে দূর্নীতি মুক্ত রাখবো।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments