নেত্রকোনার পুর্বধলা উপজেলায় বাড়ির পাশে বিলে রবিবার সন্ধ্যায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নজর আলী ফকির (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি পুর্বধলা উপজেলার বিষকাকুনি ইউনিয়নের পশ্চিম পাড়া (দাপুনিয়া) গ্রামের মৃত এজার আলী ফকিরের ছেলে।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বৃষ্টির সময় রবিবার বিকালে বাড়ির পাশে ধলা চাপড়া বিলে মাছ ধরতে যান নজর আলী।
এ সময় বজ্রপাতে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পুর্বধলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
খবর পেয়ে পুর্বধলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট শেষে আইনি কার্যক্রমের মাধ্যমে লাশ পরিবারের নিকট হস্তান্তর করে।