নেত্রকোনায় মোবাইল কোর্ট পরিচালনা করে আবুল হাশেম (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।
আজ বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নারায়ণ চন্দ্র বর্মন এই রায় দেন। দন্ডপ্রাপ্ত ব্যাক্তি জেলা সদরের চল্লিশা ইউনিয়নের নুরপুর গ্রামের নিয়ামত আলীর ছেলে।
জানা যায়, গোপন সংবাদের খবরে আজ বৃহস্পতিবার দুপুরে নুরপুর আবুল হাশেমের আস্তানায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইনচার্জ মো. আল আমিন।
পরে সংঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে গাঁজা সেবনের সকল সরঞ্জাম সহ গাঁজার আসর পান তারা। এদিকে অভিযান পরিচালনার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আগেই গাঁজা সেবনকারীরা পালিয়ে গেলেও আস্তানার মালিক হাশেমকে আটক করতে সক্ষম হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট তথ্য উপাত্ত আমলে নিয়ে এই সাজা দেন। বিকালে আসামীকে কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।