নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পাবই সড়কের পাশ থেকে সেনারুল (২৬) নামের এক অটোরিকশা চালক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে লাশটি উদ্ধার করে কলমাকান্দা থানার পুলিশ।
সূত্র জানায়, নিহত সেনারুল উপজেলার পাবই ইউনিয়নের পনারপারুয়া গ্রামের কাদির উদ্দিনের ছেলে। রাতে বাড়ি ফেরার পথে স্থানীয়রা সেনারুলকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পাবই সড়কের পাশেই। পরে দ্রুত উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ মনিরুজ্জামান যুবককে মৃত ঘোষণা করেন। পাশাপাশি জানান মৃতের দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
এদিকে খবর পেয়ে কলমাকান্দা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। এ রিপোর্ট লিখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি এবং কি ভাবে যুবকের মৃত্যু হলো সেটিও নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকান্ড হয়ে থাকতে পারে।