নেত্রকোনায় চলমান কঠোর লকডাউনে অপ্রতিরোধ্য সাধারণ মানুষ। বেপরোয়া চলাচল করছে যানবাহন সহ নানা কাজের ফিরিস্তি দিয়ে বের হয়ে আসা এসব মানুষ। শহরের তেরিবাজার মোড়ে সৃষ্টি হয়েছে যানজটের। আজ সোমবার দুপুরে জেলা শহরের প্রতিটি সড়কে মানুষের চলাচল বেড়ে গেছে অতিমাত্রায়। রিক্সা ভ্যানসহ অটো চলাচল স্বাভাবিক।
শহীদ মিনার সামনের সড়কের পুলিশের ব্যারিকেড এক সাইড সরিয়ে ফেলেছে চলাচলকারীরা। গত শুক্রবার ও শনিবার দুদিন ব্যাপী অটোরিকশা, সিএনজি ও রিক্সা চালক দের মাঝে সাত দিনের খাবার বিরত্ণ করেছিলো প্রশাসন। যাতে তারা সড়কে না বের হয়। সকল কিছুই ভেস্তে দিয়ে বেপরোয়া চলাচল করছে এসব যান সহ সাধারণ মানুষ। এদিকে জেলায় প্রতিদিন করোনা উপস্বর্গ নিয়ে এবং করোনা আক্রান্ত শনাক্ত হয়ে মৃত্যু ঘটেই যাচ্ছে।