নেত্রকোনায় লক ডাউনের দ্বিতীয় বাড়তি মেয়াদে বৃহস্পতিবার দুপুরেও চলাচল স্বাভাবিক। রিক্সা অটোসহ বিভিন্ন যান চলাচল করছে স্বাভাবিক সময়ের মতোই। লক ডাউন উপেক্ষা করেই শহর ঘুরে বেড়াচ্ছেন সাধারণ মানুষ।
প্রশাসন ও পুলিশ সহ বিভিন্ন বাহিনীর তৎপরতা কোথাও কোথাও দেখা গেলেও শহরের মেইন সড়কে দেখা মিলে নি কোন তৎপরতার। বিজিবির গাড়ি টহলে থাকলেও ভ্রুক্ষেপহীন চলাচলকারী মানুষ।
তারা আপন মনে নানা কারণে শহর জুড়ে ঘুরে বেড়াচ্ছে। শহরের থানার মোড়, তেরি বাজার, ছোট বাজার, শহীদ মিনার মোড়, দত্ত মার্কেট থেকে মোক্তারপাড়া পর্যন্ত একই অবস্থা।