নেত্রকোনায় গত চব্বিশ ঘন্টায় কোভিড শনাক্ত হয়েছে ২৬ জন। নতুন মৃত্যু হয়েছে ৮ জনের। শনাক্তদের মধ্যে ১৮ জন পুরুষ ও ৮ জন নারী। ময়মনসিংহ ল্যাবে ২৬৬ টি নমুনা পরীক্ষায় ২৩ জন শনাক্ত হয়েছে।
জেলায় Gene-Xpert Covid-19 Test টেষ্ট করা হয় নাই। জেলায় COVID-19 Rapid Antigen Test টেষ্ট করা হয়েছে ৪২ জনের। তারমধ্যে ৩ জন শনাক্ত।
জেলা সদরে ১১, পুর্বধলায় ৪, বারহাট্টায় ৯ ও আটপাড়ায় ২ জন। এ পর্যন্ত পরীক্ষাগারে পাঠানো নমুনা ২৭০৫১ টির মধ্যে রিপোর্ট এসেছে ২৬৭০৩ টির।
জেলায় শনাক্ত ৩৯৫৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯৬০ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৯৯ জনের। মৃতদের মধ্যে আটপাড়ায় ৬৫ বছর বয়সের পুরুষ, সদরে ৪৯ বছর বয়সের পুরুষ, মদনে ৬৫ বছর বয়সের পুরুষ, কলমাকান্দায় ৬৭ বছর বয়সের পুরুষ, আটপাড়া ৫৫ বছর বয়সের পুরুষ ও খালিয়াজুরীতে ৩০ বছর বয়সের নারী রয়েছেন।