নেত্রকোনায় গত ২৪ ঘন্টায় নতুন করোনা শনাক্ত হয়েছে ৮০ জন। নতুন মৃত্যু ৩। সদর ও দুর্গাপুর হাসপাতালের করোনা ইউনিটে দুজন নারী এবং মোহনগঞ্জ উপজেলায় নিজ বাড়িতে একজন পুরুষ মারা গেছেন। এ পর্যন্ত করোনায় মৃত্যু ৪৪ জনের।
স্বাস্থ্য বিভাগ সূত্রে আরো জানা যায়, গত চব্বিশ ঘন্টায় শনাক্তদের মধ্যে ৪৭ জন পুরুষ ও ৩৩ জন নারী।
আক্রান্তদের সর্বোচ্চ জেলা সদরে ২৩ জন। এছাড়া মোহনগঞ্জে ২২, বারহাট্টায় ৪, কেন্দুয়ায় ৩, মদনে ২, পুর্বধলায় ১, কলমাকান্দায় ৩, আটপাড়ায় ৯ ও দুর্গাপুরে ১৩ জন। এ পর্যন্ত মোট শনাক্ত ২৩৭৫ জন।