নেত্রকোনায় গত ২৪ ঘন্টায় ৯০ জন করোনা শনাক্ত হয়েছে। মারা গেছে একজন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা ৯১ জনে। শনাক্তদের মধ্যে ৩৪ জন পুরুষ ও ৫৬ জন নারী।
স্বাস্থ্য বিভাগ জানায়, ময়মনসিংহ ল্যাবে ২২৭ টি নমুনা পরীক্ষায় ৪৮ জন, জেলায় Gene-Xpert Covid-19 Test ৫ জনের মধ্যে ২ জন এবং জেলায় COVID-19 Rapid Antigen Test টেষ্ট ১২২ জনের মধ্যে ৪০ জন শনাক্ত। সদররে ৪১, পুর্বধলায় ১৬, বারহাট্টায় ৫, কেন্দুয়ায় ৩, দুর্গাপুরে ২, আটপাড়ায় ২, কলমাকান্দায় ৪, মদনে ৪ জন, মোহনগঞ্জ ১১, খালিয়াজুরীতে ২ জন শনাক্ত।
এ পর্যন্ত পরীক্ষাগারে মোট নমুনা পাঠানো হয়েছে ২৬৭১২ টি। তারমধ্যে ২৬০৯৫ টির রির্পোট পাওয়া গেছে। জেলায় শনাক্ত ৩৮৫০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯৫৪ জন। এছাড়া পুর্বধলা উপজেলায় ৩৫ বছর বয়সের একজন পুরুষ মারা গেছেন।