নেত্রকোনায় করোনা ভাইরাস প্রতিরোধে শিল্পীসহ সংস্কৃতি সংগঠনের অংশগ্রহণে সচেতনতামূলক প্রচারণা বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক কাজি মো আবদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সহ প্রখ্যাত বাউল শিল্পী কুদ্দুস বয়াতি উপস্থিত ছিলেন। এসময় তারা জেলা উপজেলার বিভিন্ন হাট বাজার সহ জনসমাগম স্থানে বিভিন্ন সচেতনতামূলক নানা পরামর্শ তুলে ধরেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মাহমুদ, বাউল কুদ্দুস বয়াতি, রেড ক্রিসেন্ট সোসাইটির সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু, শিকড় উন্নয়ন কর্মসূচির সভাপতি আ ফ ম রফিকুল ইসলাম আপেল, হিমু পাঠক আড্ডার প্রতিষ্ঠাতা সাংবাদিক আলপনা বেগম, উদীচী সভাপতি মোস্তাফিজুর রহমান খান, সম্পাদক অসীত ঘোষ, সাহিত্য সমাজের সম্পাদক সাইফুল্লাহ এমরান, উদীচীর সাবেক সম্পাদক নীলম বিশ্বাস রাতুল, প্রত্যাশার দেবাশীষ সরকার, বাচিক শিল্পী চিন্ময় তালুকদারসহ অন্যান্যরা। এসময় কুদ্দুস বয়াতি নিজের লিখা একটি সচেতনতামূলক গান তৈরী করেন। যা রেকর্ড হিসেবে সকল হাট বাজারে বাজবে।