আলোচিত শিশু বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানীর নি:শর্ত মুক্তির দাবীতে নেত্রকোনায় সংবাদ সম্মেলণ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকাল চারটায় প্রেসক্লাব ক্যান্টিনে বাংলাদেশ হেফাজত ইসলাম নেত্রকোনা জেলা শাখা ও তার পরিবারবর্গের ব্যানারে এই সংবাদ সম্মেলণ অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ হেফাজত ইসলাম কেন্দ্রীয় কমিটি ও জেলার শাখার সদস্য মাওলানা আব্দুল কাইয়ুম, চাচাতো ভাই নজরুল ইসলাম, রফিকুল ইসলাম মাদানীর বড় ভাই রমজান মিয়াসহ জেলা হেফাজত ইসলামের নেতৃবৃন্দ।
এসময় রফিকুল ইসলাম মাদানীর বড় ভাই রমজান মিয়া বলেন, মাদানী গত সোমবার ঢাকা থেকে গ্রামের বাড়ী নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার লেটিকান্দা গ্রামে আসে। মঙ্গলবার ওয়াজ মাহফিল শেষে রাতে গ্রামের বাড়ীতে অবস্থান নেয়।
পরে রাত ২টার দিকে কালো পোষাক পরিহিত র্যাব পরিচয়ে বেশ কয়েকজন তার গ্রামের বাড়ী থেকে তাকে তুলে নিয়ে যায়। এ সময় তারা মাওলানা রফিকুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবী জানান ।