নেত্রকোনায় উদযাপিত হয়েছে শেখ রাসেল দিবস। এ উপলক্ষে সোমবার জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজ সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমী মুক্তমঞ্চে শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় সংরক্ষিত আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, জেলা প্রশাসক কাজী মো. আবদূর রহমান, পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী, পৌর মেয়র নজরুল ইসলাম খান সহ সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা পুষ্পস্তবক অর্পণ করে।
এছাড়াও সরকারি-বেসরকারি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক নেতৃবৃন্দ পুস্পস্তবক অর্পণ করেছে।
জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় চিন্ময় তালুকদারের উপস্থাপনায় শেখ রাসেল প্রতিকৃতিতে তরুণদের সাহিত্য সংগঠন হিমু পাঠক আড্ডা, উদীচী শিল্পী গোষ্ঠীসহ, শিশু কিশোর সংগঠন এবং অন্যান্য সামাজিক সাংস্কৃতিক অঙ্গসংগঠনের পক্ষ থেকে র্যালি করে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।