Sunday, December 8, 2024
মূলপাতানেত্রকোনার সংবাদখালিয়াজুরী উপজেলানেত্রকোনায় ষষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ

নেত্রকোনায় ষষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ

সোহান আহমেদ:
ষষ্ঠ ধাপে নেত্রকোনার পূর্বধলা উপজেলার ১টি ও খালিয়াজুরী উপজেলার ২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহন চলছে। প্রতিটি কেন্দ্রেই ইভিএম পদ্ধতিতে নেয়া হচ্ছে ভোট। উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সকাল থেকেই দীর্ঘ লাইনে দাড়িয়ে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা গেছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এ ভোট গ্রহন।

জেলা নির্বাচন অফিস জানায়, দুই উপজেলার তিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২৩ জন, সাধারণ সদস্য পদে ১১৬ জন ও সংরক্ষিত মহিলা পদে ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। ২৯ টি কেন্দ্রের ১৭২ টি কক্ষে ৬৫ টি এলাকার ৫০ হাজার ৫ শত ৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। তারমধ্যে নারী ২৪৬১৫ ও পুরুষ ভোটার রয়েছেন ২৫৮৮৭ জন। নির্বাচনে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে প্রতিটি কেন্দ্রে আনসার ভিডিপি, পুলিশ কর্মকর্তাসহ ১৭৩৭ জনেরও বেশি সদস্য মাঠে কাজ করছেন। এছাড়াও নির্বার্হী ম্যাজিষ্ট্রেট, র‌্যাব ও বিজিবি সদস্যরা সার্বক্ষনিক টহলে রয়েছে।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments