Sunday, December 15, 2024
মূলপাতাঅন্যান্যনেত্রকোনায় সংক্রমণের রেকর্ড ছাড়িয়ে একদিনে ৯৩

নেত্রকোনায় সংক্রমণের রেকর্ড ছাড়িয়ে একদিনে ৯৩

নেত্রকোনায় সংক্রমণে পূর্বের রেকর্ড ছাড়িয়ে গত একদিনে শনাক্ত হয়েছেন ৯৩ জন। তাদের মধ্যে ৩৮ জন পুষরু ও ৫৫ নারী। শনাক্তের হার ৪০ ছাড়িয়ে দাঁড়িয়েছে ৪২. ২৭ তে।

গত চব্বিশ ঘন্টায় ময়মনসিংহ ল্যাবে ৭০ টি নমুনা পরীক্ষার মধ্যে ১৬ জন শনাক্ত পাওয়া গেছে। জেলায় র‌্যাপিড এন্টিজেন টেষ্ট করা হয়েছে ১৫০ জনের। তারমধ্যে ৭৭ জনই শনাক্ত।

আক্রান্তদের মধ্যে জেলা সদরেই ৩৪ জন। শহরের সাতপাই ৭, নাগড়া ৮, পঞ্চাননপুর ২, ডিএসবি অফিস, মালনী, নিউটাউন, দাড়িয়া, মোক্তারপাড়া, ময়মনসিংহরুহী, দরুনবালি, গরুহাট্টা, জয়নগর, মঈনপুর, নাচনাপুর, আরামবাগ, কুরপাড়, কাটলী, হাশিমপুর, শিবগঞ্জরোড ও জেলা প্রশাসকের কার্যালয় একজন করে।

এছাড়াও মোহনগঞ্জ উপজেলায় ২৫ জন, বারহাট্টায় ১ জন, কেন্দুয়ায় ৬ জন, মদনে ৪ জন, পুর্বধলায়৪ জন, কলমাকান্দায় ৫ জন, আটপাড়ায় ৩ জন, দুর্গাপুরে ৭ জন ও খালিয়াজুরীতে ইনওসহ ৪ জন। জেলা থেকে প্রেরিত নমুনার সংখ্যা-২৫২+০০=২৫২ টি। (ময়মনসিংহ মেডিকেল কলেজে স্যাম্পল দিয়েছেন-০০ জন)
এ পর্যন্ত পরীক্ষাগারে মোট নমুনার সংখ্যা ২০৮৭৯ টির মদ্যে রিপোর্ট এসেছে ২০৪৬১ টির। জেলায় শনাক্তকৃত সর্বমোট ২১৮৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১২৭৬ জন। এ পর্যন্ত মৃত্যু ৩৯ জনের বলে জানা গেছে জেলা সিভিল সার্জন পেইজ থেকে।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments