Sunday, October 13, 2024
মূলপাতাঅন্যান্যনেত্রকোনায় সরকারী শিশু পরিবারে ব্যাডমিন্টন টুর্নামেন্ট

নেত্রকোনায় সরকারী শিশু পরিবারে ব্যাডমিন্টন টুর্নামেন্ট

নেত্রকোনায় সরকারী শিশু পরিবারের (এতিমখানা) শিশুদেরকে আনন্দ দিতে আয়োজন করা হয়েছে ব্যাডমিন্টন টুর্নাামেন্টের।

শনিবার বিকালে সদর উপজেলার রৌহা ইউনিয়নের কুমড়ি এলাকায় মুজিবশতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত ব্যাডমিন্টন ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।

এর আগে আয়োজিত টুর্নামেন্টে জুনিয়র গুরুপের ০৬ টি দলের সেমিফাইনালসহ মোট ২২ টি ম্যাচ অনুষ্ঠিত হয়। সিনিয়র গুরুপের ০৮ টি দলের মধ্যে সেমি ফাইনালসহ মোট ৩৪ টি ম্যাচ অনুষ্ঠিত হয়।

এ সকল ম্যাচ শেষে আজ ফাইনাল খেলায় দুই গুরুপের ৪ টি দল অংশ নেয়। টান টান উত্তেজনায় খেলা উপভোগ করে শিশু পরিবার নিবাসী সকল ছাত্ররা।

খেলায় জুনিয়র গুরুপের কংস ভাইকিংসকে ২১-১৫ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সোমেশ্বরী রয়েলস এবং সিনিয়র গুরুপের মগড়া কিংসকে ২১-১০ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সূর্যমুখী সানরাইজার্স।

পরে ম্যাচ শেষে চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জনাব মোঃ আলাল উদ্দিন।

সেই সাথে সকল খেলোয়াড়দের গলায় মেডেল পরিয়ে দেওয়া হয়।

ফাইনাল ম্যাচে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রফিকুল ইসলাম, প্রবেশন অফিসার জালাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ও রৌহা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আবদুর রশিদ, রৌহা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মুখলেছুর রহমানসহ প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা কর্মচারী। এতিমখানায় প্রথম এমন আয়োজনে শিশুরাও আনন্দিত।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments