Thursday, April 25, 2024
মূলপাতাঅন্যান্যনেত্রকোনায় সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্রের পতন

নেত্রকোনায় সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্রের পতন

নেত্রকোনায় সাহিত্য সংস্কৃতির উজ্জ্বল নক্ষত্র অধ্যাপক কামরুজ্জামান চৌধুরীর ইন্তেকাল(ইন্না নিল্লাহে… রাজিউন)।

তিনি রবিবার রাত ২.৪৫ মিনিটের সময় ঢাকার ল্যাব এইড হাসপাতালে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেন। সোমবার বেলা ১২ টায় নেত্রকোনা নিজ বাড়িতে মরহুমের মরদেহ নিয়ে আসলে স্বজন, বন্ধু, শুভাকাঙ্ক্ষীসহ বিভিন্ন মহলের মানুষের মাঝে নেমে আসে শোকের ছায়া।

মৃত্যুকালে তিনি দুই ছেলে সন্তান ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কামরুজ্জামান চৌধুরী মদনপুর শাহ সুলতান ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক, নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতি, দুর্বার গোষ্ঠীর সভাপতি, জনউদ্যোগের আহবায়ক, নেত্রকোনা জেলা রোভার স্কাউটের সম্পাদকসহ রেড ক্রিসেন্ট, শিল্পকলা একাডেমি, হিমু পাঠক আড্ডাসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের আজীবন ও সাধারণ সদস্য ছিলেন।

তিনি নেত্রকোনা জেলা শহরের মোক্তারপাড়া নিবাসী বিশিষ্ট ব্যাক্তিত্ব মোসলেহ উদ্দিন চৌধুরীর একমাত্র ছেলে।

এছাড়াও তিনি নেত্রকোনায় ষাটের দশকের পত্রিকা উত্তর আকাশের প্রতিষ্ঠাতা সম্পাদক খালেকদাদ চৌধুরীর ভাইয়ের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি যকৃতের সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি পার্শ্ববর্তী দেশ ভারতে গিয়ে চিকিৎসা করিয়ে এসেছেন।

বিকাল তিনটায় স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিভিন্ন সংগঠনের নাগরিক শেষ শ্রদ্ধা জানানো হবে।
বাদ আসর নেত্রকোনার মোক্তারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন বড় ভাই বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments