অভিযোগ প্রতিকার ব্যবস্থা বিষয়ে অংশীজনের অবহিতকরণ সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ে সেবা গ্রহীতাদের অবহিতকরণ এবং তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ে এক অবহিতকরণ সভা নেত্রকোনায় অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় এই সভার আয়োজন করে।
এতে জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব রওশন আরা বেগম।
অবহিতকরণ সভায় জনপ্রতিনিধিসহ জেলার বিভিন্ন শ্রেণি পেশার অর্ধশত মানুষ অংশ নেন। জেলা ও উপজেলা পর্যায়ে সরকারের বিভিন্ন কর্মসূচীর আলোকে অগ্রগতিসহ নানান দিক তুলে ধরা হয়।
এসময় সরকারীভাবে হত দরিত্রদের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য ঘরসহ অন্যান্য পদক্ষেপগুলো উত্তাপিত হয়েছে।