নেত্রকোনায় লকডাউনে অস্থায়ী সবজির বাজারটি সরানো হয়নি স্কুল মাঠ থেকে। আজ বৃহস্পতিবার রোদ উঠায় জমে থাকা পানি কিছুটা শুকালেও কাঁদা জমে আছে বাজার এলাকায়। যেখানে বৃষ্টি হলেই পানিতে তলিয়ে যায় সেই স্কুল মাঠ।
শহরের মোক্তারপাড়া সড়কে সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠে অস্থায়ী বাজারে গতকাল দিনভর বৃষ্টিতে পানি জমে গতকাল বুধবার দুর্ভোগ দেখা দেয়। রোদ উঠায় সে পানি আজ নেমে গেলেও কাঁদা জমে গেছে পুরো বাজারে। ভয় রয়েছে এডিস মশার বংশ বিস্তারের।
ক্রেতা বিক্রেতা উভয়েই দুর্ভোগে পানি মারিয়েই নিত্য প্রয়োজনীয় সবজি কেনা বেচা করেন। ক্রেতা বিক্রেতারা অন্যত্র উঁচু স্থানে বাজারটি নিয়ে যাওয়ার দাবী করলেও কোন উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ।