Saturday, October 5, 2024
মূলপাতানেত্রকোনার সংবাদনেত্রকোনা সদর উপজেলানেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকের মৃত্যু

নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকের মৃত্যু

নেত্রকোনা ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান দত্ত উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক সেলিনা পারভীন শেলী (৪৭) মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। টানা তিনদিন লাইফ সাপোর্টে থেকে মঙ্গলবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

এর আগে গত শনিবার সকালে স্কুলে শিক্ষকদের সাথে সভায় অংশ গ্রহণ করতে তিনি স্বামী শফিকুল ইসলামের সাথে মোটরসাইকেল যোগে নেত্রকোনা আসছিলেন। পৌনে ১২ টায় শহরের মোক্তারপাড়া এলাকায় পৌঁছাতেই শাড়ির আঁচল মাটরসাইকেলের চাকায় প্যাঁচিয়ে গিয়ে পড়ে যান। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আশংকাজনক অবস্থায় চিকিৎসক আই সি ইউতে রাখেন।

নিহতের দেবর জহিরুল কবির শাহীন জানান, ঈদুল আজহায় সবাই গ্রামের বাড়ি গিয়েছিলেন। আমাদের বাড়ির কাছাকাছিই সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ফচিকা গ্রামে ভাবির বাবার বাড়ি। সেখান তেকেই স্কুলে অনলাইন ক্লাসের কাজের জন্য ১২ টার মধ্যে মিটিংয়ে যোগ দিতেই স্বামীর সাথে আসছিলেন। পুরো এলাকা চলে এসে স্কুলের কাছেই শহরের ভেতরেই এই দুর্ঘটনাটি ঘটে।

স্কুলের প্রধান শিক্ষক শাহজাহান কবির সাজু জানান, সেলিনা পারভীন দশম শ্রেণির এসাইনমেন্ট কমিটির আহবায়ক ছিলেন। তিনি আমাকে সকাল সাড়ে নয়টায় ফোন করেছিলেন। শ্রেণি শিক্ষকদের সাথে সভায় বসার জন্যই আসছিলেন।

এদিকে পরিবারের পাশাপাশি প্রিয় শিক্ষক নিহতের ঘটনায় স্কুলের নতুন পুরাতন সকল শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। শেষ বারের মতো লাশ প্রিয় কর্মস্থল দত্ত উচ্চ বিদ্যালয়ে আনা হলে স্বজন, সহকর্মী, শিক্ষাথী অভিভাবক, স্কুল কমিটির সভাপতি, রাজনৈতিক সামাজিক নেতাদের কান্নায় ভারি হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। পরে সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সদরের কাইলাটি ইউনিয়নের কান্দি গ্রামের শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়া হয়।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments