Saturday, September 14, 2024
মূলপাতাঅন্যান্যনেত্রকোনায় হাওরে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক হত্যার বিচার চেয়ে মানবন্ধন

নেত্রকোনায় হাওরে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক হত্যার বিচার চেয়ে মানবন্ধন

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় হাওরে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক মো. রেজাউল করিম রাজিব হত্যার প্রতিবাদ জানিয়ে এর সুষ্ঠু বিচার চেয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার বেলা ১২টার দিকে মোহনগঞ্জ পৌরশহরের শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শ্রমিক পরিবহন সমবায় সমিতির ব্যানারে করা এ মানববন্ধনে রাজিবের মা, স্ত্রী ও তার ১৫ মাস বয়সী কন্যা শিশু, পরিবহন শ্রমিকসহ এলাকার শতশত মানুষ এতে অংশ নেয়।

মানববন্ধনে নিহতের স্ত্রী তার ১৫ মাস বয়সী শিশুকে কোলে নিয়ে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন এ ঘটনার সঠিক বিচার দাবি করেন তিনি।

এতে আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহীদ ইকবাল, নিহত রাজিবের মা, নাগরিক আন্দোলনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শামছুল আলম মাহবুব, যুবলীগের আহ্বায়ক শফিকুল ইসলাম মামুন, সূর্যমুখী থিয়েটারের সভাপতি হাবিবুর রহমান মাহবুব হানিফ, শ্রমিক পরিবহন সমবায় সমিতির সভাপতি খোকন মিয়াসহ আরো অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চেয়ে বলেন, ঘটনার এতদিন পার হলেও এখনো পলাতক আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অবিলম্বে পলাতকদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

এই বিভাগের আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সর্বশেষ সংবাদ

Recent Comments