নেত্রকোনায় গত চব্বিশ ঘন্টায় ২২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত নেই। তবে নতুন করে একনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু ১২৩ জন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ময়মনসিংহ ল্যাবে ২২ টি নমুনা পরীক্ষায় শনাক্ত নেই। এদিকে জেলায় Gene-Xpert Covid-19 Test টেষ্ট করা হয় নি। জেলায় COVID-19 Rapid Antigen Test টেষ্টও করা হয় নি।
এ পর্যন্ত পরীক্ষাগারে পাঠানো মোট নমুনার সংখ্যা ৩০৭০৩ টি। এ পর্যন্ত ৩০২৪৬ টির রির্পোট পাওয়া গেছে। জেলায় শনাক্ত সর্বমোট ৪৬৭৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৪৫৬ জন। গত চব্বিশ ঘন্টায় করোনায় জেলার কেন্দুয়া উপজেলার মনকান্দা গ্রামের ৫০ বছর বয়সী এক ব্যাক্তি।